শাবিতে জন্মদিনের শুভেচ্ছা জানাতে মধ্যরাতে ছাত্র হলে ছাত্রলীগ নেত্রী

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে ছাত্র হলে গিয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের  জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শাখা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক সাবিহা সায়মন পুষ্প। বুধবার (৮মে) রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলে এ ঘটনা ঘটেছে। এ নিয়ে  ব্যাপক সমালোচনা চলছে।

জানা গেছে, বুধবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলের অতিথি কক্ষে যান ছাত্রলীগ নেত্রী পুষ্প। এসময় কেক কেটে সাধারণ সম্পাদকের জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি।

অভিযোগের বিষয়ে জানতে ছাত্রলীগ নেত্রী সাবিহা সায়মন পুষ্পকে ফোন দিলে তিনি রিসিভ করেননি। ছাত্রলীগ নেত্রী সাবিহা সায়মন পুষ্প বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ সেশনের ছাত্রী। তিনি বেগম সিরাজুন্নেছা চৌধুরী ছাত্রী হলের সি ব্লকের ৪০৪ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী বলে জানা যায়।

এ বিষয়ে শাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমান বলেন, ‌‘গেস্টরুমে সে (পুষ্প) একা আসে নাই। ডিপার্টমেন্টের জুনিয়র, সিনিয়র ও ছাত্রলীগের আরও কর্মী ছিল। হলের গেস্টরুমে কেউ আসতে প্রভোস্টের অনুমতি লাগে, এরকম নিয়মের বিষয় কখনো শুনি নাই। প্রত্যেকের মা-বাবা, ভাই-বোন আত্মীয়-স্বজনরা গেস্টরুমে আসতে পারলে ছাত্রীদের আসতে সমস্যা কী?’

মধ্যরাতে ছাত্র হলে ছাত্রলীগ নেত্রীর প্রবেশ প্রসঙ্গে শাহপরাণ হলের প্রভোস্ট কৌশিক সাহা জানান, ‘আমরা বিষয়টি অবগত হয়েছি। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ ব্যাপারে শাবি প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী জানান, ‘দুই হলের প্রভোস্টের সঙ্গে কথা বলেছি। সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’