সম্রাটের জামিনের মেয়াদ বাড়ল

অবৈধ সম্পদের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের জামিনের মেয়াদ আগামী ২০ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান শুনানি শেষে এই আদেশ দেন।

মামলায় চার্জশুনানির দিন ধার্য ছিল আজ। জামিনে থাকা আসামি সম্রাট এদিন আদালতে হাজির হন।

তার পক্ষে আইনজীবী স্থায়ী জামিনের আবেদন করেন। দুদক কৌঁসুলি স্থায়ী জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে বিচারক আগামী ২০ অক্টোবর পরবর্তীতে ধার্য তারিখ পর্যন্ত তার জামিনের মেয়াদ বর্ধিত করার আদেশ দেন।

সম্রাটের পক্ষে আইনজীবী এহসানুল হক সমাজী বিদেশে থাকায় চার্জ শুনানির জন্য সময় আবেদন করে রাষ্ট্রপক্ষ। সময় আবেদন মঞ্জুর করে আদালত ২০ অক্টোবর চার্জশুনানির দিন ধার্য করেন।

গত ১১ মে সম্রাটের জামিন মঞ্জুর করে আদেশ দেন একই আদালত। ওইদিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্বিবদ্যালয়ে চিকিসাধীন অবস্থায় তাকে মুক্তি দেওয়া হয়। এরপর গত ১৮ মে সম্রাটের জামিন বাতিল করে আদেশ দেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ।