সকাল থেকেই ভারী বৃষ্টি, নগরে জলাবদ্ধতা

নগরের ইসলামপুর এলাকার চিত্র।

সিলেট নগরে সোমবার ভোর থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে। এতে নগরের নিচু এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। সকাল সাড়ে ১০টা পর্যন্ত বৃষ্টি পড়ছিল।

এর আগে ২ জুন রাতে কয়েক ঘণ্টার বৃষ্টিতে নগরজুড়ে তীব্র জলাবদ্ধতা দেখা দেয়। তখন অধিকাংশ এলাকার পানি পরদিন নেমে যায়। তবে অন্তত ১২টি এলাকার পানি নামতে বেশ কিছুদিন সময় লেগেছিল। এ অবস্থায় গত শনিবার (৮ জুন) রাতে আবারও ভারী বৃষ্টিতে সিলেট নগরের শতাধিক এলাকা প্লাবিত হয়।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, আজ সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত সিলেটে ১৩৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এমন অবস্থায় সরেজমিনে দেখা গেছে, নগরের উপশহর, সোবহানীঘাট, তেরোরতন, মাছিমপুর, তালতলা ও শেখপাড়া এলাকায় বৃষ্টির পানি জমেছে। এসব এলাকার কোথাও কোথাও হাঁটুসমান পানি।

উপশহর এলাকার বাসিন্দা আনোয়ার চৌধুরী বলেন, সামান্য কিংবা বেশি বৃষ্টি হলেই উপশহর এলাকার বিভিন্ন ব্লক পানিতে তলিয়ে যায়। আজ সকালের বৃষ্টিতেও উপশহরের বিভিন্ন রাস্তা তলিয়ে গেছে। কিছু বাসায়ও পানি ঢুকেছে। এতে মানুষজনদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বর্তমানে বৃষ্টি হলেই নগরে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর বলেন, ‘এটাকে ঠিক জলাবদ্ধতা বলা যাবে না। প্রচুর বৃষ্টি হওয়ায় বিভিন্ন এলাকায় পানি জমেছে। এ ছাড়া পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সুরমা নদীও টইটম্বুর। এতে নগরে প্রবাহিত ছড়া ও খাল দিয়ে পানি গিয়ে নদীতে মিশতে পারছে না। তাই বৃষ্টিতে নগরের নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়ছে।’