শ্রুতির ‘আগমনী আহ্বানে’ শনিবার

র্ষার অবসানে স্নিগ্ধ-শান্ত শরতের আগমন। এ সময় বন-উপবনে পুষ্পের ছড়াছড়িও কম নয়। শিউলী ও কামিনী ফুলের সুবাস ও সৌন্দর্য নয়ন-মনকে করে তোলে মুগ্ধ। স্থলে ফোটে স্থলপদ্ম। নাগরিক মন ঋতু বৈচিত্র্যের শরত-হেমন্ত-বসন্ত কখন আসে কখন যায় তার খোঁজ অনেকেই রাখে না। অনুপম রূপ সৌন্দর্যমণ্ডিত শরৎ ঋতু শারদ লক্ষ্মী নামে পরিচিত।

প্রতিবারের মতো আগামী ১৪ অক্টোবর (শনিবার) রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে বেলা ৪টায় শ্রুতি সিলেট আয়োজন করেছে শ্রুতি সিলেট প্রতিষ্ঠার ২৪ বছরে পদার্পণ উপলক্ষে ‘আগমনী আহ্বানে ১৪৩০ বাংলা’

আয়োজন মালায় থাকছে সমবেত নৃত্য, আবৃত্তি, সংগীত এবং একক পরিবেশনা। অর্ধদিবস ব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনে সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি