শ্রীমঙ্গল ও কমলগঞ্জে সেনাবাহিনীর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের উদ্যোগে পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, আটা, সয়াবিন তেল, চিনি, চিনিগুরা চাল, গুড়া দুধ, সেমাই ও লবণ।

শ্রীমঙ্গল শহরে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির।

তিনি উপজেলার ১৮৫ টি অসহায় দরিদ্র পরিবারের মাঝে  এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট সেনানিবাসের লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাহমিদ আহমেদ, ক্যাপ্টেন মো. আবিদ হাসান রাহাত, শ্রীমঙ্গল পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মসুদুর রহমান মসুদ, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান।

এদিকে বেলা ১১টায় কমলগঞ্জ উপজেলার চা বাগান বেষ্টিত প্রত্যন্ত অঞ্চলে দুই শতাধিক দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

উপজেলার মুন্সীবাজার কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয় মাঠে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন সিলেট সেনানিবাসের অধীনস্থ ৫০ ফিল্ড রেজিমেন্টের অধিনায়ক লেঃ কর্ণেল রাহাত আহমদ।

এসময় অন্যান্যের মধ্যে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জয়নাল আবেদীন,রহিমপুর ইউনিয়নের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল,মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার, কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল নান্টুসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এর দিকনির্দেশনায় এবং জেনারেল অফিসার কমান্ডিং, ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী এর সার্বিক ব্যবস্থাপনায় সিলেট বিভাগের ৪ জেলার অসহায় মানুষের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সেনাসদস্যদের নিজেদের জন্য বরাদ্দকৃত রেশন হতে সমন্বয় করে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।