মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মহিষ পালনকারী কৃষকদের মধ্যে ভিটামিন মিনারেল প্রিমিক্স ও কৃমিনাশক ঔষুধ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে সাগরদিঘি সড়কের উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের হল রুমে ৯০৮ টি মহিষের জন্য ২১৬ জন খামারীর মাঝে ২৬৮ কেজি ভিটামিন মিনারেল প্রিমিক্স ও ২১৬০ টি কৃমিনাশক ঔষুধ তুলে দেয়া হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এজেডএম ওয়াহিদুল আলম।
শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপ সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা বিকাশ রঞ্জন দেব, ভেটেরিনারি ফিল্ড এসিস্ট্যান্ট (ভিএপএ) অজিত দেবনাথ, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. নুরুল আমিন প্রমুখ।
শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক বলেন, ‘মহিষ পালনে আগ্রহী করে তুলতে আমরা বিভিন্ন সময়ে ভিটামিন ট্যাবলেট সহ নানান সুযোগ সুবিধা দিয়ে আসছি। বিনামূল্যে সেবা পাওয়ার পাশাপাশি এধরনের কার্যক্রমে লোকজন মহিষ পালনে আগ্রহী হচ্ছে।’