মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা-বাগানের ফিনলে ডিভিশনের একটি বাংলো থেকে বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করে পরে সেগুলো অবমুক্ত করা হয়েছে।
শুক্রবার (২১ জুলাই) দুপুরে অজগর সাপ উদ্ধার করে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, ‘উপজেলার ভাড়াউড়া চা বাগানের ফিনলে ডিভিশনের ডা. সাদাত হোসেন মো. আসলাম এর বাংলোর আম গাছে বিশাল আকৃতির একটি অজগর সাপ রয়েছে বলে আমাকে খবর দেওয়া হয়। খবর পেয়ে আমি বন বিভাগের লোকজনকে সাথে নিয়ে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগে হস্তান্তর করি।’
বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল জানান, অজগর সাপটিকে উদ্ধার করে লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়েছে।
প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল শহরের পূর্বাশা এলাকা থেকে দুর্লভ প্রজাতির বিষধর একটি শংকিনি সাপ উদ্ধার করে লাউয়াছড়া জাতীয় বনে অবমুক্ত করা হয়।