শোককে শক্তিতে পরিণত করার প্রত্যয় নিয়ে সিলেটে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস।
সকাল ৯টায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পুস্পাঞ্জলি অর্পনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
এদিকে সকাল ১০টায় কবি নজরুল অডিটোরিয়াম থেকে শোক র্যালি বের করে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট।
জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সিলেট জেলা প্রশাসন, সিলেট জেলা-মহানগর আওয়ামী লীগসহ অঙ্গসহযোগী সংগঠন পুষ্পশ্রদ্ধা নিবেদন করে। এছাড়া বঙ্গবন্ধুকে স্মরণ করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও।
সোমবার সকালে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমানসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
এদিকে নগরীর কাজী নজরুল ইসলাম অডিটোরিয়াম সিলেট জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে ও জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাস গুপ্তের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোশাররফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মফিজ উদ্দিন আহম্মেদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ, জেলার পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম, মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারন সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দিপ কুমার সিংহ, স্থানীয় সরকার সিলেটের উপ- পরিচালক মো: মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার সাদাত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: ইমরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইয়াসমিন নাহার রুমা, সদর উপজেলার নির্বাহী অফিসার নূশরাত আজমিরি হক, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জিত কুমার চন্দ, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা, জেলা প্রশাসনের এনডিসি পল্লব হোম দাস, জেলা প্রেসক্লাবের কার্যনিবাহী সদস্য মিঠু দাস জয়সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ১৫আগস্ট নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসব কর্মসূচিতে সবাই ক্ষুধা, দরিদ্র ও দুর্নীতিমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।