শোকাবহ আগস্টে সিলেট মহানগর আ.লীগের মাসব্যাপী কর্মসূচি

১৫ আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং শোকাবহ আগস্টের বিভিন্ন কর্মসূচি যথাযথ মর্যাদার সাথে পালন করবে বাংলাদেশ আওয়ামী লীগ।

বাংলাদেশ আওয়ামী লীগের মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কর্মসূচি গ্রহণ করেছে সিলেট মহানগর আওয়ামী লীগ।

শনিবার (৩০ জুলাই) সন্ধ্যা সড়ে ৭টায় মির্জাজাঙ্গালস্থ হোটেল নির্বানা ইনের কনফারেন্স হলরুমে মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাধারণ সভায় এসব কর্মসূচি ঘোষণা করা হয়।

মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ এর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন। এ সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয়েও সিদ্ধান্ত গৃহীত হয়।

গৃহীত কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে-

  • ৫ আগস্টঃ শহীদ ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন।
  • ৭ আগস্টঃ গ্রেনেড হামলায় নিহত ইব্রাহিম ভাই স্মরণে এবং গুলসান গ্রেনেড হামলা দিবস পালন।
  • ৮ আগস্টঃ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন।
  • ১৫ আগস্টঃ জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাতবার্ষিকী
  • পালন।
  • ১৭ আগস্ট সারা দেশে সিরিজ বোমা হামলা দিবস ও ২১ অগস্ট গ্রেনেড হামলা দিবস পালন।

সভায় সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী আগামী সেপ্টেম্বর মাসের প্রথম তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত সাংগঠনিক পক্ষ পালন করা হবে। তাছাড়া নেতৃবৃন্দ সিসিক’র অপরিকল্পিত উন্নয়নে নগরবাসীর দুর্ভোগ ও ভোগান্তি নিয়ে আলোচনা করেন।

নেতৃবৃন্দ বলেন, নগরবাসীর দুর্ভোগ ও ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। যা সত্যিই খুবই দুঃখজনক। মহানগর আওয়ামী লীগ অচিরেই রাস্তা-ঘাট, জলবদ্ধতা ও ড্রেনেজ ব্যবস্থাসহ নাগরিক সকল সমস্যার সমাধানের জোর দাবি জানায়। তা না হলে অতীতের মতোই মহানগর আওয়ামী লীগ নগরবাসীকে সাথে নিয়ে প্রতিবাদমুখোর হয়ে কর্মসূচি প্রণয়নে বাদ্য হবে। নগরবাসীর সত্যিকার জনসেবা প্রাপ্তির প্রশ্নে কোনো ছাড় হবে না।

সভার প্রাক্কালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, জাতীয় চার নেতা, ১৫ ই আগস্টে জাতির জনকের সহিত পরিবারের নিহত সকল সদস্যের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ করা হয়।

এছাড়া বৃহত্তর সিলেটের কৃতি সন্তান সাবেক সফল অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য মুকুল বোস, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, দেশ বরেণ্য সাংবাদিক, কলাম লেখক ও ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ কালজয়ী গানের রচয়িতা আবদুল গাফ্ফার চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্যবৃন্দ আনোয়ার হোসেন রানা, বীর মুক্তিযোদ্ধা কার্তিক রায়, আজিজুল হোসাইন দুলাল, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকরার বক্ত মজুমদার, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি কবির আহমদ অভার, সিলেট মহানগর যুবলীগ নেতা টিটু চৌধুরী, সাম্যবাদী দল কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আফরোজ আলী, মদন মোহন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশ্বনাথ দে; তাদের মৃত্যুতে শোক প্রকাশ ও দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, ফয়জুর আনোয়ার আলাওর, বিজিত চৌধুরী, নুরুল ইসলাম পুতুল, এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মো. সানাওর, জগদীশ চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক এটি.এম হাসান জেবুল, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বেলাল উদ্দিন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মহিউদ্দিন লোকমান, যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক সেলিম আহমদ সেলিম, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক প্রদীপ পুরকায়স্থ, শ্রম সম্পাদক আজিজুল হক মঞ্জু, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ হোসেন রবিন, উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ, কোষাধ্যক্ষ লায়েক আহমেদ চৌধুরী।

মহানগর আওয়ামী লীগের সদস্যবৃন্দ আজম খান, দিবাকর ধর রাম, আব্দুল আহাদ চৌধুরী মিরন, এডভোকেট কিশোর কুমার কর, মো. আব্দুল আজিম জুনেল, নুরুন নেছা হেনা, আজম খান (মজুমদারী), মোঃ শাজাহান, মুক্তার খান, এডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ, রাহাত তরফদার, এমরুল হাসান, সুদীপ দেব, সাব্বির খান, সৈয়দ কামাল, সাইফুল আলম স্বপন, রোকসানা পারভীন, ওয়াহিদুর রহমান ওয়াহিদ, জাফর আহমদ চৌধুরী, তৌফিক বক্স লিপন, জামাল আহমদ চৌধুরী, খলিল আহমদ, আবুল মহসিন চৌধুরী মাসুদ, মহসিন চৌধুরী, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সুহেদ, শিপা বেগম শুপা, এডভোকেট তারাননুম চৌধুরী, জুমাদিন আহমেদ, রকিবুল ইসলাম ঝলক, ইলিয়াছ আহমেদ জুয়েল।