সিলেটে শীতের তীব্রতা দিনদিন বেড়েই চলেছে। সেই সাথে বাড়েছ জনদুর্ভোগও। প্রচন্ড শীত ও কুয়াশায় সিলেট মহানগরীর অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের দৈনন্দিন চলাফেরা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠেছে। এরকম পরিস্থিতিতে সিলেট মহানগরীতে অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ জাকির হোসেন খান, পিপিএম।
মঙ্গলবার (২৩ জানুয়াির) রাতে সিলেট মহানগরীর চৌহাট্টা পয়েন্ট ও হযরত শাহজালাল রহঃ মাজার এলাকায় অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেনেএসএমপি কমিশনার।
এসময় তাঁর সাথে ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আজবাহার আলী শেখ, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাঃ সোহেল রেজা, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি) মুহম্মদ আবদুল ওয়াহাব, উপ-পুলিশ কমিশনার (ডিবি) তাহিয়াত আহমেদ চৌধুরী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি ও মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) মোঃ জায়েদ হাসান, কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন সহ সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদবীর অফিসার ও ফোর্সবৃন্দ ।