বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম নাট্য বিষয়ক সংগঠন ‘দিক থিয়েটার’র প্রযোজনায় ‘এবং ইন্দ্রজিৎ’ নাটকটি মঞ্চস্থ হয়েছে।
শনিবার (১১ মার্চ) বিকাল ৪টায় একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে নাটকটির মঞ্চায়ন করা হয়।
নাটকটির নির্দেশনায় ছিলেন পাপ্পু রায়, পুনঃনির্দেশনায় আব্দুল বাসিত সাদাফ ও সহকারী নির্দেশক হিসাবে ছিলেন সাইদুল হাসান ও আর্নিকা দেব।
সার্বিক বিষয়ে সংগঠনটির সভাপতি মো. শাকিল বলেন ‘নাটকে সাম্যের আন্দোলন, জীবনের ভাষায় মুক্তি অন্বেষণ’। দর্শকদের মনে প্রশ্ন জাগতেই পারে, ইন্দ্রজিৎকে নিয়ে কেন এই নাটক। কেন ইন্দ্রজিৎ নাটকের নামভূমিকায়? আচ্ছা, যদি কিছু প্রশ্ন ছুঁড়ে দিই আপনাদের দিকে, এই মনে করুন যে, আপনি কে? আমি কে? আমরা কেউ কি উল্লেখযোগ্য মানুষ? নাকি আর বাকি দশজনের মতোই সাধারণ, অতি সাধারণ। কিন্তু আমরা কি পারতাম অসাধারণ হতে? উত্তরটা হয়তো খুবই সহজ। হয়তো পারতাম, কখনো চেষ্টাই করা হয়নি। মিশে গেছি জনারণ্যে। আমাদের মতই সাধারণ কিছু চরিত্রের রূপায়ণ এই নাটকের অমল-বিমল-কমল-নির্মল-মানসী। কিন্তু এদের থেকে আলাদা একজন আছে, সে ‘ইন্দ্রজিৎ’। সে আমাদের মতো সাধারণ অমল-কমল-বিমল বা নির্মল নয়, সে ইন্দ্রজিৎ। আর আলাদা বলেই ইন্দ্রজিৎকে নিয়ে নাটক লেখা হয়। এখন প্রশ্ন আসতে পারে, কেন আলাদা? কীভাবে আলাদা? এখানেও উত্তরটা খুবই সহজ। সে আলাদা তার চিন্তাভাবনায়। সে আমাদের সবার মত অবলীলায় সব কিছু মেনে নিতে পারে না।