সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন- ‘বঙ্গবন্ধু চেয়েছিলেন আমাদের দেশ থেকে ক্ষুধা-দারিদ্র্য-দুর্নীতি দূর করতে। এজন্য শিক্ষাকে পরিবার-সমাজ-দেশের হাতিয়ার হিসেবে নিতে হবে। তা না হলে সমাজ-দেশ থেকে কখনো অভাব দূর হবে না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে৷ আমাদেরকে দীর্ঘদিন অত্যাচারে রেখেছিলো পশ্চিম পাকিস্তান,ব্যবহার করেছিলো কিন্তু এখন আর সেই সুযোগ নেই।’
শনিবার (১৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বাউসি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাজসেবী ও আওয়ামী লীগ নেতা যুবায়ের আহমদের উদ্যোগে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরও বলেন-‘আমাদের সন্তানদেরকে পড়ালেখা করে ডাক্তার- ইঞ্জিনিয়ার-প্রকৌশলী-প্রফেসর-ভূবিজ্ঞানী-আবহাওয়াবিদ বড় বড় বিজ্ঞানী হিসেবে তৈরি করতে হবে। আমরা বাবা-মা যদি আমাদের সন্তানদের এ ভাবে তৈরি করতে না পারি তাহলে ৩০ লক্ষ শহিদের কাছে আমরা ঋণী থাকব, তাদের আত্মা কিন্তু শান্তি পাবে না৷ কেন ঋণী থাকব? কারণ, তারা এ দেশ আমাদের হাতে তুলে দিয়েছে। যারা জীবিত আছে তারা দেখে যেতে পারবে আজকে বাংলাদেশ নতুন ভাবে জেগে উঠতেছে।’
শুরুতে হাফিজ আব্দুর রহমানের তেলাওয়াতের মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য রাখেন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন।
অনুষ্ঠানে শিক্ষক লুৎফুর রহমানের সভাপতিত্বে ও ইউপি সদস্য এম এ আহাদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লক্ষীপাশা ইউনিয়নের চেয়ারম্যান মাহতাব উদ্দিন জেবুল, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জামাল উদ্দিন, সমাজসেবী ও আওয়ামী লীগ নেতা যুবায়ের আহমদ, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বাবলু।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।