পাকিস্তানি ক্রিকেটারদের ‘স্কুলের বাচ্চা’ বললেন শেবাগ!

ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে আট খেলায় আটটিতেই জয় পায় ভারত। সর্বশেষ আজ শনিবার রাতেও ভারতের কাছে নাস্তানাবুদ হয় পাকিস্তান। শুরুতে পাকিস্তানি ব্যাটাররা নাস্তানাবুদ হয়েছেন জসপ্রীত বুমরাহ ও কুলদীপ যাদবদের কাছে। পরে শাহিন আফ্রিদি ও হারিস রউফরাও লড়াই জমিয়ে তুলতে পারেননি। তবে বেশি আলোচনা চলছে পাকিস্তানের ব্যাটিং ধস নিয়ে। আর এমন ব্যাটিংয়ের জন্য বাবর আজমদের ‘স্কুল কিড’ অর্থাৎ স্কুলের বাচ্চা বলে মন্তব্য করেছেন সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দর শেবাগ।

https://twitter.com/virendersehwag?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1713191446931722498%7Ctwgr%5E4c599d9f23d0408d28ffe1d67f2c1dc9a8710576%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dhakapost.com%2Fsports%2F229733

দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তানের ম্যাচটিকে ঘিরে বিশ্বকাপ শুরুর আগে থেকেই তুমুল উত্তাপ ছড়িয়েছিল। কিন্তু সেই তুলনায় শীতল ম্যাচই উপহার দিয়েছে পাকিস্তান। প্রথম ইনিংসে শেষ আট উইকেট তারা হারিয়েছিল মাত্র ৩৬ রানে। ফলে ভারতের সামনে বাবরদের মাত্র ১৯২ রানের টার্গেট দাঁড়ায়। একপেশে ম্যাচটি ভারত জিতে নিয়েছে ৭ উইকেটের বিশাল ব্যবধানে। যা তাদের তুলে দিয়েছে বিশ্বকাপের পয়েন্ট টেবিলের শীর্ষে।

আহমেদাবাদে স্বদেশের বিপক্ষে পাকিস্তানের চলমান ম্যাচজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ সরব ছিলেন শেবাগ। সাবেক এই ভারতীয় হার্ডহিটার ব্যাটার ম্যাচের শেষদিকে একটি টুইটে লিখেন, ‘দেখে মনে হচ্ছে বড় ছেলেরা স্কুল কিডসের বিপক্ষে খেলতে নেমেছে। কি অবনতি পাকিস্তান ক্রিকেটের!’

এর আগে ম্যাচের প্রথম ইনিংস শেষে শেবাগ লিখেছিলেন, ‘আমাদের আতিথেয়তা অতুলনীয়, সব পাকিস্তানি ব্যাটারকেই আমরা সুযোগ দিয়েছি। কেউ বাদ যায়নি, সবারই খেয়ার রেখেছি আমরা। তাদের (পাকিস্তান) স্মরণ রাখা উচিৎ এটি সন্ধ্যার স্ন্যাকস-টাইম।’

https://twitter.com/virendersehwag?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1713204402100842679%7Ctwgr%5E4c599d9f23d0408d28ffe1d67f2c1dc9a8710576%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dhakapost.com%2Fsports%2F229733

ম্যাচ শেষে বাবরদের কাঁটা গায়ে চূড়ান্ত ‘নুনের চিটা’ দিয়েছেন শেবাগ, ‘পাকিস্তানি বোলারা শর্মা হয়ে গেছে, আপনি শর্মা (রোহিত) হয়ে গেলেন গরম! কি দারুণ ইনিংস রোহিত শর্মা, সবচেয়ে পরিষ্কার কিছু শট দেখিয়েছ তুমি। এটি পাকিস্তানের অবনতির প্রো-ম্যাক্স। তারা পুরোটাই সম্পন্ন করেছে। ম্যাচের ফলাফলের জন্য কেবল ৭২ ওভারই যথেষ্ট।’