শাহজাহান ওমরের সমর্থনে বিএনপির ৪৫ নেতাকর্মীর পদত্যাগ

হঠাৎ করে আওয়ামী লীগে যোগ দেওয়া শাহজাহান ওমরের সমর্থনে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ৪৫ নেতাকর্মী পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস মিয়া বলেন, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক আইন প্রতিমন্ত্রী শাহজাহান ওমর দীর্ঘদিন দলে মূল্যায়ন না পাওয়ায় সম্প্রতি বিএনপি থেকে পদত্যাগ করে আওয়ামী লীগে যোগদান করেছেন এবং ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে নিবার্চন করছেন। দলের অবমূল্যায়নের প্রতিবাদ ও প্রিয় নেতা শাহজাহান ওমরের সমর্থনে আমরা বিএনপি ও সহযোগী সংগঠনের ৪৫ জন নেতাকর্মী স্বেচ্ছায় পদত্যাগ করলাম।

পদত্যাগকারীরা হলেন- কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মারুফ, মো. ইলিয়াস মিয়া, উপজেলা যুব দলের সহ-সভাপতি মো. বশির হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. হাসিব ভুট্টো, সদস্য সচিব মো. জাকির হোসেন, আওরাবুনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রনি সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. হাসান সরদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ৪৫ জন নেতাকর্মী।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মারুফ বলেন, আমাদের প্রিয় নেতা কিছু দিন আগে বিএনপি থেকে পদত্যাগ করেছেন। আওয়ামী লীগের নৌকার প্রার্থী হয়েছেন। আমরা জাতীয়তাবাদের আদর্শে রাজনীতি করেছি। তার সাথে রাজনীতি করে ছোট থেকে বড় হয়েছি। তার হাতে আমাদের রাজনীতির আদর্শ হাতেখড়ি। তার নেতৃত্বে এই দক্ষিণাঞ্চলের রাজাপুর কাঁঠালিয়া মানুষের সেবাযত্ন করে আসছি। আমি এবং সৈয়দ জাকির হোসেনসহ ৬ ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে আমরা সকলে কাঁঠালিয়া উপজেলা বিএনপি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।

উপজেলা যুবদলের সহ-সভাপতি মো. বশির হাওলাদার বলেন, আমার নেতা শাহজাহান ওমরের থেকে স্থানীয় কমিটির মেম্বার হয়েছে তার থেকে জুনিয়র লোক। অথচ তাকে স্থায়ী কমিটির মেম্বার বানানো হয়নি। জামাল নামক এক লোককে দিয়ে কাঁঠালিয়া উপজেলার সকল কমিটি করানো হয়েছে। আমাদের নেতা শাহজাহান ওমর দল ছেড়ে চলে গেছেন। মূল্যায়ন না পাওয়ার কারণে আমি আমার সকল পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।

এ সময় উপজেলা বিএনপির (একাংশ) সাবেক সভাপতি আবদুল জলিল মিয়াজী, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন কবির হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।