শাহজালাল (রহ.) মাজারের ঐতিহ্য ও সম্মান রক্ষায় সচেতন থাকার আহ্বান

ফাইল ছবি

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের ঐতিহ্য ও ওলি-আউলিয়াদের সম্মান রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন শাহজালাল (রহ.) দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মুফতি নেহাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান দুদু। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে তারা এ আহ্বান জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘আজ থেকে সাতশত বছর পূর্বে হযরত শাহজালাল (রহ.) ইসলামের বাণী নিয়ে সিলেটে আগমন করেছিলেন। তাঁর আগমনে ভারত উপমহাদেশে ইসলামের পতাকা উড়েছে। যুগ যুগ ধরে এই দেশে বিভিন্ন সম্প্রদায় শান্তিপূর্ণ সহাবস্থান করে আসছেন।

এ সময় তারা বলেন, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রাজনৈতিক পঠ-পরিবর্তন ঘটে। যুগ যুগ ধরে এই সিলেটের জনসাধারণ শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। হযরত শাহজালাল (রহ.) সম্মান রক্ষার্থে আমরা এমন কোন অনাকাংখিত কিছু করব না, যা সিলেটবাসীর শান্তিপূর্ণ অবস্থানে ব্যাঘাত ঘটে।

নেতৃবৃন্দ আরও বলেন, যে কোন উদ্ভুত সমস্যা সিলেটবাসী সকলে মিলে আলোচনার মাধ্যমে সমাধান করব। আসুন, আমরা সবাই মিলে যে কোন সমস্যা আলোচনার টেবিলে সমাধানের চেষ্টা করি।’