শাল্লায় মাদক বিক্রেতার ৬ মাসের কারাদণ্ড

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় মাদক বিক্রয়ের অপরাধে মিন্টু চন্দ্র দাস নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলার কাশিপুর গ্রামের শশী মোহন দাসের ছেলে।

বুধবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৬ টায় দাড়াইন বাজার এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট মো. আবু তালেব।

পুলিশ সূত্রে জানা যায়, মিন্টু দাস দীর্ঘদিন ধরে এলাকায় চোলাই মদের ভ্রাম্যমাণ ব্যবসা করে আসছিলেন। তাই বুধবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দাড়াইন বাজার এলাকায় মদসহ তাকে আটক করে শাল্লা থানার পুলিশ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট আবু তালেব তাকে ৬ মাসের কারাদণ্ড দেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব জানান, মাদকের বিষয়ে কোনো আপোষ নেই। এমনকি কোনো জরিমানাও করা হবে না। যাদেরকে মাদকের সাথে সম্পৃক্ততায় পাওয়া যাবে তাদেরকে আইনীভাবে সাঁজা দেয়া হবে।