সুনামগঞ্জের শাল্লায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ পদকের ৫০ বছর পূর্তি উপলক্ষে উপজেলা প্রশাসন উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ মে) সকাল ১১টায় উপজেলা গণমিলনায়তনে আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মেহনতী মানুষের জন্য ৫২’র ভাষা আন্দোলন, ৬ দফা দাবি, ৭১’র মুক্তিযুদ্ধে দেশের জন্য আন্দোলনে ডাক দিয়েছিলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার অন্যতম স্থপতি উল্লেখ করে বক্তারা বলেন, এই বাংলাদেশের স্বাধীনতা প্রতিষ্ঠার লক্ষ্যে দেশ ও জাতির জন্য লড়েছিলেন। বিভিন্ন অবদানের জন্য ১৯৭৩ সালে জুলিও কুরি পদকে ভূষিত হন তিনি।
বক্তারা বলেন, শেখ মুজিবুর রহমান ছিলেন একজন অসাম্প্রদায়িক চেতনাবাদী নেতা। ধর্মের অপব্যাখ্যা ও সাম্প্রদায়ীকতার বিরুদ্ধে কথা বলার পাশাপাশি এদেশের প্রতিটি খেটে খাওয়া মানুষের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেবের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার কালীপদ দাসের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা অনিল চন্দ্র দাস।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড. দিপু রঞ্জন দাশ, শাল্লা সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুস শহীদ, সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিধান চন্দ্র চৌধুরী, অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খান, মেডিক্যাল অফিসার ডা. রাজীব বিশ্বাস, ৩নং বাহাড়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, সমাজসেবা কর্মকর্তা বিশ্বপতি চক্রবর্তী, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবু রায়হান, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল বারী লেলিন, বর্তমান সদস্য সচিব অজয় তালুকদার, সদস্য রাফিজুল ইসলাম, ভানু চক্রবর্তীসহ প্রমুখ।