শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে হবিগঞ্জের মাধবপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (১৪ অক্টোবর) দুপুরে থানার হল রুমে অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী।
সভায় পূজা উদযাপন পরিষদ মাধবপুর উপজেলার সাধারন সম্পাদক লিটন রায়ের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সভাপতি পংকজ কুমার সাহা, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, সাবেক পৌর কাউন্সিলার অজিত পাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাধব রায়, উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান, সাংবাদিক মো. আইয়ুব খান, এরশাদ আলী, শংকর পাল সুমন, শংকর পাল চৌধুরীসহ অনেকেই।
সভায় প্রতিটি পূজা মণ্ডপে সিসি টিভির আওতায় আনার জন্য নির্দেশ দেওয়া হয়।একই সঙ্গে ডিজে গান বন্ধ রাখার জন্য অনুরোধ করা হয়।
সিলেট ভয়েস/এএইচএম