শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের পার্শ্ববর্তী টিলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫ শতাংশ জায়গা পুড়ে গেছে। তবে আগুনের উৎপত্তি কোথায় থেকে হয়েছে তা জানা যায় নি। আগুনে বিভিন্ন গাছ পুড়ে ছাই হয়েছে বলে জানা গেছে।
রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকাল চারটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
প্রত্যক্ষদর্শীদের মতে, হঠাৎ আগুনের শিখা উড়তে দেখে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা অন্যান্য নিরাপত্তাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার দায়িত্বরত ব্যক্তিদের জানান। তারপর নিরাপত্তাকর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, বিকালের দিকে এ টিলায় আগুন লাগার ঘটনা ঘটে। এতে প্রায় ৪-৫ শতাংশ জায়গা পুড়েছে। তেমন ক্ষয়ক্ষতি হয় নি। তবে কিছু উদ্ভিদ পুড়েছে। আগুন লাগার পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা আগুন নিভিয়েছে।