শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫টি আবাসিক হলের শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার (২৬ মার্চ) বিকালে ইফতার বতরণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
ইফতার বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন, প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, সহকারী প্রক্টরবৃন্দ, বিভিন্ন হলের প্রভোস্ট বডির সদস্যরা, আবাসিক হলের শিক্ষার্থীরা ও কর্মচারীরা।
বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, সৈয়দ মুজতবা আলী হল, প্রথম ছাত্রী হল, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল-এই ৫টি হলের শিক্ষার্থীদের মধ্যে ও হল সংশ্লিষ্টসহ প্রায় সাড়ে ৩ হাজারের অধিক জনের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
এ বিষয়ে প্রভোস্ট স্টান্ডিং কমিটির সভাপতি অধ্যাপক মিজানুর রহমান খান বলেন, ‘আমরা শিক্ষার্থীদের জন্য ভালো মানের খাবার দেওয়ার চেষ্টা করেছি।’ স্বাধীনতা দিবস ও রমযানের ইফতার উপলক্ষে এ আয়োজন বলে জানান তিনি।