গতকাল বিএনপির ডাকা হরতাল কর্মসূচি পালনকালে যান চলাচলে বাঁধা প্রদান ও নাশকতা সৃষ্টির অভিযোগ এনে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৪৯ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পুলিশ।
মামলায় কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আনছার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সুহেল মিয়া, ছাত্রদলের সদস্য সচিব শাহাদাত হোসেন কামরানসহ আরও ৩০-৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
গতকাল রোববার (২৯ অক্টোবর) শান্তিগঞ্জ থানার এসআই সুব্রত কুমার দাস বাদি হয়ে এই মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গতকাল বিএনপির ডাকা হরতাল পালনকালে বিএনপি-জামায়াতের শতাধিক নেতাকর্মী গাছ ফেলে সড়ক অবরোধ করে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরী করেন। এসময় তারা লাঠিসোটা-রড নিয়ে অরাজকতা তৈরীর চেষ্টা করেন। খবর পেয়ে থানা পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছালে বিএনপি-জামায়াত নেতাকর্মীরা পালিয়ে যান। এসময় ধাওয়া করে ঘটনাস্থল থেকে মামলার এজাহারভুক্ত আসামি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহাদাত হোসেন কামরান, উপজেলা যুবদলের আহ্বায়ক সুহেল মিয়া, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওবায়দুল করিম মাসুম, ছাত্রদল নেতা আবু তাহের ইমন ও জাহেদ আলমকে আটক করা হয়। এ মামলায় আনছার উদ্দিনকে ৬ নাম্বার আসামি করা হয়েছে।
মামলার বিষয়ে জানতে চাইলে আনছার উদ্দিন বলেন, আমাদের শান্তিপূর্ণ হরতাল পালনকালে পুলিশ সম্পূর্ণ অন্যায়ভাবে আমার ৫ নেতাকর্মীকে আটক করেছে। আর আমি বিএনপির মহাসমাবেশ কর্মসূচীতে যোগদানের সময় থেকে এখন পর্যন্ত ঢাকায় অবস্থান করছি। কিন্তু আমিসহ আমার একাধিক নেতাকর্মীর নামে সম্পূর্ণ মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে। পুলিশের এমন অতি উৎসাহী আচরণ ও মিথ্যা মামলার নিন্দা জানাই।
এদিকে গত রাতে আনছার উদ্দিনের বাড়িতে তল্লাশীর নামে হয়রানির অভিযোগ করেছেন আনছার উদ্দিনের পরিবারের সদস্যরা। তারা জানান, গতরাতে আনছার উদ্দিনকে গ্রেপ্তারের উদ্দেশ্যে সিভিল পোশাকে ৫-৬ জন পুলিশ সদস্য আনছার উদ্দিনের বাড়িতে তল্লাশী চালান।
আনছার উদ্দিন বাসায় নেই জানালেও তার তোয়াক্কা না করে পুলিশ সদস্যরা বাসার প্রতিটি কক্ষ, বাথরুম এবং বাড়ির ছাঁদেও তল্লাশী চালান বলে অভিযোগ করেন তারা।
এবিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী বলেন, মামলার এজাহারভুক্ত আসামিকে ধরতে পুলিশ যেকোনো জায়গায় অভিযান পরিচালনা করবে। মামলার বিষয়ে তিনি বলেন, হরতালের নামে অরাজকতা সৃষ্টির কারণে বিএনপির ৪৯ নেতাকর্মীর নামে মামলা দেওয়া হয়েছে। এ মামলায় ৬ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে চালান করা হয়েছে।
সিলেট ভয়েস/এএইচএম