শান্তিগঞ্জে আরপিডব্লিউএস’র অবহিতকরণ সভা

সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও এনজিও সংস্থা রুরাল প্রভার্টি ডেভেলপমেন্টের (আরপিডব্লিউএস) আয়োজনে বন্যা পরবর্তী পূনর্বাসনের লক্ষ্যে হতদরিদ্র ২৩টি পরিবারের মাঝে ৪৬টি ভেড়া বিতরণ উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ১০টায় সদরপুর সংলগ্ন আরপিডব্লিউএস’র কার্যালয়ে আরপিডব্লিউএস’র প্রধান নির্বাহী নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সংস্থার কোষাধ্যক্ষ মহামায়া বাগচীর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, পদ্ধা এনজিও সংস্থার প্রধান নির্বাহী সাজ্জাদুর রহমান, ফুড এগ্রিকালচার অর্গানাইজেশনের সুনামগঞ্জ জেলার ন্যাশনাল কমিউনিটি ম্যানেজমেন্ট স্পেশালিস্ট শেখ মো. জিয়াউল হক, এগ্রিকালচার অর্গানাইজেশনের সুনামগঞ্জ জেলার ফুড ফিল্ড কো-অর্ডিনেটর মো. শফিউল্লাহ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক, আরপিডব্লিএস’র কর্মসূচি সংগঠক ও হিউম্যান হেলথ হেল্পলাইনের সুনামগঞ্জ জেলা ডেভেলপমেন্ট কর্মকর্তা জাকারিয়া আহমদ, শিল্টু চন্দ্র দেব প্রমুখ।