এমসি কলেজ ছাত্রদলের শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রদল।  শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় কলেজের শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়। পরে কলেজের কলা ভবনের ১০১নং কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন ‘জাতিকে মেধা শূন্য করার লক্ষে পাকিস্তানি হানাদার বাহিনীর আল বদর, আল সামস, রাজাকারেরা তাদের পরাজয় নিশ্চিত জেনে ১৪ ডিসেম্বর বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মম-নৃশংসভাবে হত্যা করে বাংলাকে মেধাশূন্য করার প্রয়াস চালিয়েছিল।’

এমসি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সেলিম আহমদ সাগরের সভাপতিত্বে এবং সদস্য সচিব মুহাইমিনুল হক তপু ও যুগ্ম-আহ্বায়ক রাজিব হোসাইনের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- এমসি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক খান মোহাম্মদ সামি (আজহারুল ইসলাম), সদস্য জাকির হোসেন চৌধুরী, এমসি কলেজ ছাত্রদল নেতা, সুনাম শ্যাম, এস ইউ মারজান, জুয়েল মাহমুদ, নাইমান জালাল, মোস্তফা আহমদ, চৌধুরী আনসার, মিনহাজ খান, নিসাত মাহমুদ, মিনহাজ রাহী, শাহনুর আহমদ, শাকিল আহমদ আকিল, মোস্তাক আহমদ শাকিল, জায়ান আহমদ মহসিন, পাপ্পু আহমদ, আবিদুর রহমান আবিদ, ছাত্রদল নেত্রী লুবনা ইয়াসমিন লিলি, সোহাগ আলম, কলিম উদ্দিন মিলন, কাওসার আহমদ, আবু রায়হান, সাকিব আহমদ, সজিব আহমদ, মাসুদ আহমদ পরশ, আব্দুল্লাহ আল নাহিদ, মাহদি হাসান, মাহবুব হোসেন ও  ছাত্রদল নেত্রী মাইশা জ্যোতি প্রমুখ।

আলোচনা সভায় ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর নৃশংসতার চিত্র প্রদর্শন করা হয়।