হবিগঞ্জের লাখাইয়ে সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, ধর্মীয় নেতৃবৃন্দসহ সকল শ্রেণি-পেশার মানুষ নিয়ে উপজেলা সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে লাখাই উপজেলার হ্যালিপ্যাড মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত সম্প্রীতি সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরীফ উদ্দীনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. শাহাদাত হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির।
সমাবেশে প্রধান অতিথি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি বলেন, ধর্মীয় সম্প্রীতির ঐহিত্যগত ধারা রক্ষায় সকলের ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে। সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্মীয় আচার অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করবে। নিজের ধর্ম প্রতিপালনের সাথে সাথে অন্য ধর্মের প্রতি সহনশীল থাকতে হবে। ধর্মীয় সম্প্রীতি বিনষ্টকারীদের কঠোর হস্তে দমন করতে হবে। কোনো প্রকার অপপ্রচার ও গুজব রটনাকারীদের বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, নারী ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা শফিকুল ইসলাম ও গীতা পাঠ করেন গৌতম কুমার রায়।
আলোচনায় অংশ নেন ৫ নম্বর করাব ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, ৬ নম্বর বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট খোকন চন্দ্র গোপ, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রানেশ গোস্বামী, থানা মসজিদের ইমাম মাওলানা মহিবুর রহমান ও লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম।
পরে প্রধান অতিথি উপজেলা প্রশাসন আয়োজিত বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন, অনুদানের চেক বিতরণ এবং শারদীয় দুর্গাপূজায় লাখাইয়ের পূজামণ্ডপগুলোতে অনুদান প্রদান অনুষ্ঠানে অংশ নেন।