ওসমানীনগরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতা বিষয়ক কর্মশালা

সিলেটের ওসমানীনগরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন বিষয়ক তিনদিন ব্যাপী কর্মশালা সম্পন্ন হয়েছে।

এডভোকেসি সদস্যদের নিয়ে মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন বিষয়ক কর্মশালাটি গত রবিবার শুরু হয়ে মঙ্গলবার সম্পন্ন হয়।

ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে ক্রিশ্চয়ান এইডের কারিগরি সহযোগিতায় এবং ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে প্রশিক্ষণ কর্মশালায় ভিবিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

ওয়েব ফাউন্ডেশন এডভোকেসি উপজেলা কমিটির সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনা’র সঞ্চালনায় কর্মশালায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্ত, কৃষি কর্মকর্তা উম্মে তামিমা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, সহসভাপতি লিলুউর রহমান পংকী, অর্থ সম্পাদক কবির মিয়া ও সদস্য কয়েছ মিয়া জয়নাল আবেদী প্রমুখ।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ডিভিশনাল ফ্যাসিলেটটর শাহজান মিয়া।