হবিগঞ্জের লাখাইয়ে গলায় ফাঁস লাগিয়ে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। শনিবার (১ অক্টোবর) সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।
ওই যুবকের নাম সজিব দাস। তিনি বামৈ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মনোরঞ্জন দাসের ছেলে। সজিব মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।
লাখাই থানার পরিদর্শক (ওসি, তদন্ত) চম্পক দাম জানান, শনিবার সকালে সংবাদ পেয়ে এসআই দেবাশিষ তালুকদার ও সঙ্গীয় পুলিশ ফোর্স যুবকের বাড়ির পাশের গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধারের পর সুরতহাল তৈরি করে। এ সময় উপস্থিত স্থানীয় ইউপি সদস্য ও সজিবের পিতা মনোরঞ্জন দাসসহ এলাকার লোকজন জানান, সজিব দাস মানসিক ভারসাম্যহীন ছিলেন। ৫ বছর পূর্বে তিনি একবার গলায় ফাঁস নেয়ার চেষ্টা করেছিলেন।
তিনি আরও বলেন, সজিব দাসের পিতার কোনো অভিযোগ না থাকায় আমরা আইনি ব্যবস্থা নিতে পারছি না। তবে তাকে আমরা বলেছি, হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট যদি মরদেহ সৎকার করার অনুমতি প্রদান করেন তাহলে আমাদের কোনো আপত্তি নেই। ময়নাতদন্ত ছাড়া যদি বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মরদেহ সৎকার করার অনুমতি না দেন তাহলে আমরা আইনি ব্যবস্থা নেব।