হবিগঞ্জের লাখাইয়ে অভিযান চালিয়ে নারীসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
লাখাই থানার পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে এসআই মো. শাজাহান সঙ্গীয় পুলিশ ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার স্বজন গ্রামের (গাজীপুর হাটি) মৃত মাজু মিয়ার স্ত্রী খোদেজা বেগমকে (৫০) এবং এএসআই আবেদ আলী সঙ্গীয় পুলিশ ফোর্সসহ অভিযান চালিয়ে সন্তোষপুর গ্রামের আক্কাছ আলীর ছেলে হুকুম আলীকে গ্রেপ্তার করে লাখাই থানায় নিয়ে যাওয়া হয়।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ওই দুই আসামিকে হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।
আসামিদের গ্রেপ্তারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নুনু মিয়া।