লাখাইয়ে যানজট নিরসন ও সড়ক পরিষ্কারে শিক্ষার্থীরা

লাখাইয়ে সড়ক পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন শিক্ষার্থীরা

হবিগঞ্জে লাখাই উপজেলায় সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিষ্কার পরিচ্ছন্নতায় কাজ করছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৮ আগষ্ট)  সকাল থেকে হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়কসহ বিভিন্ন সড়কে যানযট নিরসনে ও সড়কের শৃঙ্খলা ফেরাতে কাজ করেছে শিক্ষার্থীরা।

এছাড়াও বিভিন্ন সড়কে ময়লা-আবর্জনা পরিচ্ছন্নতার কাজও করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার  সকাল থেকে উপজেলার বুল্লা বাজার এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সড়কের ময়লা আবর্জনা পরিষ্কার কার্যক্রমে অংশ নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

পরিচ্ছন্নতা অভিযানকালে শিক্ষার্থীদের সাথে একাত্ম হয়ে অংশ নেয় বিভিন্ন সামাজিক সংগঠন স্বেচ্ছাসেবকরা।

এদিকে উপজেলার বুল্লা বাজারে শিক্ষার্থীদের সাথে পরিচ্ছন্নতা কার্যক্রমে এগিয়ে আসে বুল্লাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ব্যাবসায়ীরা। সমিতির সভাপতি আশিক আহমেদ রাজিব ও সাধারণ সম্পাদক জুনাইদ চৌধুরীর নেতৃত্বে ব্যবসায়ীরাও শিক্ষার্থীদের সঙ্গে পরিচ্ছন্নতার কাজ করেন।

অন্যদিকে হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়কের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি স্থান সড়কে শৃঙ্খলা ফেরাতে ও যানজট নিরসনে কাজ করেছে শিক্ষার্থীরা। সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করতে দেখা যায় শিক্ষার্থীদের।