লাখাইয়ে মহান বিজয় দিবস উদযাপন

লাখাইয়ে বিপুল উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস।

এ উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) দুপুর ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ‘বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তানদের সংবর্ধনা’ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।

সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনায় আলোচনায় অংশ নেয় থানা পুলিশের নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান, সশস্ত্র বীরমুক্তিযোদ্ধা এডভোকেট সালাহ উদ্দিন আহমেদ, বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজ, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম প্রমুখ।

সভার শুরুতে উপজেলা প্রশাসন এর পক্ষে ফুলেল শুভেচছা জানানো হয় বীরমুক্তিযোদ্ধাদের।

সভায় প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার বীরমুক্তিযোদ্ধাদের জীবন মান উন্নয়ন ও সন্মানিত করে আসছেন। মুক্তিযোদ্ধাদের সন্মানি ভাতা বৃদ্ধি করে প্রতি মাসে ২০ হাজার করেছে এবং তা আরোও বৃদ্ধি করে ৩০ হাজারে উন্নীত করনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

তিনি সকল শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করেন এবং যারা এখনো বেঁচে রয়েছেন তাদের রোগমুক্ত পরমায়ু কামনা করেন। সেই সাথে সবসময় মুক্তিযোদ্ধাদের সার্বিক সহযোগিতা আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে দিনের শুরুতে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা হয়।

সকল সরকারি -আধাসরকারী, স্বায়াত্বশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৬-৩০ মিনিটে উপজেলা পরিষদের অভ্যন্তরে কেন্দ্রীয় স্মৃতি সৌধ ও কৃষ্ণপুর বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। সকাল ৯ টায় কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে বীরমুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ভিডিপি, স্কুল কলেজ, মাদ্রাসাসহ শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, বাংলাদেশ স্কাউট, গার্লস গাইড ও শিশুকিশোর সংগঠন অংশ নেয়।

এরপর সন্ধ্যা ৬ টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।