লাখাইয়ে প্রকৌশলী আফসার আহমেদ এর প্রয়াণ, বিভিন্ন মহলের শোক

লাখাই এর পূর্ব সিংহগ্রাম এর প্রয়াত প্রধান শিক্ষক আব্দুল হাই এর দ্বিতীয় পুত্র, লাখাইয়ের কৃতিসন্তান, সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী আফসার আহমেদ ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)।

প্রকৌশলী আফসার আহমেদ বৃহস্পতিবার (৯ নভেম্বর) ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, তিন ভাই, তিন বোন, অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খী রেখে যান।

আফসার আহমেদ এর মৃত্যু সংবাদ তাঁর গ্রামের বাড়ী উপজেলার পূর্ব সিংহগ্রাম সহ এলাকায় এবং তাঁর কর্মস্থলে পৌছুলে সর্বত্র শোকের ছায়া নেমে আসে।

মরহুমের নামাজে জানাজা শুক্রবার (১০ নভেম্বর) বাদ জুমা সিংহগ্রাম শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। এতে লাখাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, ছাতক উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন, সিলেট বিভাগীয় এলজিইডি-র অতিরিক্ত প্রধান প্রকৌশলী এসএম মুর্শেদ চৌধুরী, সুনামগন্জ জেলা নির্বাহী প্রকৌশলীসহ হাজার হাজার মুসুল্লি অংশ নেন। জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

প্রকৌশলী আফসার আহমেদ এর প্রয়ানে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সংগঠন শোক বার্তা প্রদান করেন। প্রদত্ত শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তা দিয়েছেন লাখাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ, সুনামগঞ্জের ছাতক উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিন, সিলেট বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী এসএম মুর্শেদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী, লাখাইয়ের করাব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল খালেক, উপজেলা যুবলীগের আহবায়ক ইকরামুল মজিদ চৌধুরী শাকিল, করাব ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, বুল্লা ইউনিয়ন এর চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ, করাব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল ওয়াদুদ তালুকদার আব্দাল,সাবেক মেম্বার ও পূর্ব সিংহগ্রাম এর বিশিষ্ট মুরুব্বি মোহাম্মদ ছফিল মিয়া।লাখাই প্রেসক্লাবের পক্ষে সভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজ ও সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, লাখাই রিপোর্টাস ইউনিটির পক্ষে সিনিয়র সহসভাপতি এম এ ওয়াহেদ ও সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, বাংলাদেশ প্রেসক্লাবের পক্ষে সভাপতি মহিউদ্দিন আহমেদ রিপন ও সাধারণ সম্পাদক শাহীনুর রহমান মোল্লা শাহীন, বুল্লাবাজার ব্যকস এর পক্ষে সভাপতি আশিক আহমেদ রাজিব ও সাধারণ সম্পাদক জুনাইদ চৌধুরী।