লাখাইয়ে যুবকের লাশ উদ্ধার, মৃত্যু নিয়ে ধোঁয়াশা

হবিগঞ্জের লাখাইয়ে গলায় ফাঁস দিয়ে এক যুবকের ‘আত্মহত্যার’ খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ওই যুবকের নাম মফিজুল হক (২৮)।

সরেজমিনে গিয়ে জানা যায়, বামৈ ইউনিয়নের ভাদিকারা গ্রামের (আসমতনগর) ছুরত আলীর ছেলে মফিজুল হক মশারির কাঠের স্ট্যান্ডের সাথে দড়ি বেঁধে গলায় ফাঁস নিয়ে ‘আত্মহত্যা’ করেছেন।

মৃতের স্বজনরা জানান, ঘটনাটি ঘটেছে রোববার (১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায়। সংবাদ পেয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়ার নির্দেশে উপ-পরিদর্শক (এসআই) দেবাশিষ তালুকদার পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল তৈরি করেন এবং মরদেহ থানায় নিয়ে যান।

এদিকে, এ ‘আত্মহত্যার’ ঘটনায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, মশারির কাঠের স্ট্যান্ডের সাথে কিভাবে গলায় ফাঁস নেয়া হলো সেটি তারা বুঝতে পারছেন না। আবার কেউ কেউ বলছেন, মফিজুল হক মানসিক ভারসাম্যহীন ছিলেন।

এ ব্যাপারে জানতে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ময়নাতদন্তে আসল ঘটনা বেরিয়ে আসবে। তখন আইনি ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলতে পারবো না। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোমবার (২ জানুয়ারি) হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।