র‌্যাব-৯ এর অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১

র‌্যাব-৯ এর মাদক বিরোধী অভিযানে ৬৮ বোতল মাদকসহ ১ জন গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার (২৭ জুন) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯, সিলেটের সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল। গ্রেপ্তারকৃত ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার কালিকাপুর, মীরবাড়ী এলাকার বাসিন্দা ছানাউল্লাহ (৪৫)।

র‌্যাব সূত্র জানায়, ৬৮ বোতল ফেনসিডিলসহ ০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত সংশিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‌্যাব-৯।