রেফারিকে নিয়ে ম্যাচের আগেই ভয়ে ছিলেন মেসি

আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডসের মধ্যে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচের পর লিওনেল মেসি ম্যাচটির ম্যাচ পরিচালক নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। আর্জেন্টাইন জায়ান্ট ফিফাকে রেফারি আন্তোনিও মাতু লাহোজকে বাদ দেওয়ার জন্য অনুরোধ করেছেন।

আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচটি অতিরিক্ত সময়েও ২-২ ব্যবধানে থাকায় পেনাল্টি শ্যুটআউটে গড়ায়। এখানে আর্জেন্টিনা ৪-৩ ব্যবধানে জিতেছিল। তবে পুরো ম্যাচেই রেফারির আচরণ ছিল বিতর্কিত। রেফারির আচরণ সমালোচনার জন্ম দেয়। নাটকীয় এনকাউন্টারে তিনি ১৬টি হলুদ কার্ড দেন এবং মেসিও একটি কার্ড পান।

ম্যাচের পর মেসি বলেন, আমি রেফারির বিষয়ে কথা বলতে চাই না কারণ এতে শাস্তির মুখোমুখি হওয়ার ঝুঁকি আছে। এক্ষেত্রে সৎ হওয়ার সুযোগ নেই। আপনি যা ভাবছেন তা বলতে পারবেন না। আপনি যদি বলেন, তারা আপনাকে একটি ম্যাচের জন্য বসিয়ে দেবে। তবে আমি বিশ্বাস করি যা ঘটেছে মানুষ দেখেছে।

তিনি আরও বলেন, আমরা ম্যাচের আগে ভয় পেয়েছিলাম কারণ আমরা জানতাম তিনি কেমন। আমি মনে করি ফিফাকে অবশ্যই এই বিষয় সম্পর্কে ভাবতে হবে। তারা এই গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য এমন রেফারি রাখতে পারে না। তিনি এমন একজন রেফারি যিনি তার কাজ ঠিকঠাক করতে পারেন না।