রিয়ালের সঙ্গে ব্যবধান আরও বাড়ালো বার্সেলোনা

ভিয়ারিয়ালের মাঠে রোববার (১২ ফেব্রুয়ারি) রাতে মাঠে নেমেছিল বার্সেলোনা ও ভিয়ারিয়াল। ম্যাচে ১-০ গোলে জিতেছে জাভি হার্নান্দেজের দল। এই জয়ের ফলে প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে গেল কাতালানরা।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় বার্সেলোনা। তবে গোলের সুযোগ আসে ম্যাচের ১৬ মিনিটে। জুল কুন্দে প্রতিপক্ষের থেকে বল কেড়ে নেন। এরপর দুই সতীর্থের পা ঘুরে বল চলে যায় রবার্ট লেভানদোভস্কির পায়ে। তিনি বাড়াল পেদ্রির কাছে। বাকি কাজ সারতে বেগ পেতে হয়নি পেদ্রিকে।

প্রথমার্ধে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধেও এগিয়ে যেতে পারত বার্সেলোনা। ম্যাচের ৫৫ মিনিটে গোলরক্ষককে একা পেয়ে যান পোলিশ তারকা লেভানদোভস্কি। তবে তার শট ক্রসবারের অনেক ওপর দিয়ে যায়। ফলে বার্সেলোনার আরেক দফা এগিয়ে যাওয়ার চমৎকার সুযোগ হাতছাড়া হয়।

ম্যাচের বাকি সময় ভিয়ারিয়াল গোলের জন্য মরিয়া হয়ে চেষ্টা চালায়। কিন্তু গোল আদায় করতে ব্যর্থ হয়। ফলে ১-০ গোলেই নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য।

লিগে ২১ ম্যাচে ১৮ জয় ও দুই ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৫৬। এক ম্যাচ কম খেলে রিয়াল মাদ্রিদের ৪৫ পয়েন্ট।