রিকাবীবাজারে একই ভবনের তিনবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

অবৈধ সংযোগ দিয়ে বিদ্যুৎ চুরি অভিযোগে মামলা হয়েছে কদিন আগে। এ অবস্থায় বিল না দিয়ে নতুন সংযোগ লাগিয়ে বিদ্যুৎ ব্যবহার করায় একটি নির্মাণাধীন ভবনের সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ বিভাগ। এ নিয়ে একই ভবনে তিনবার সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

কিভাবে সংযোগ পায়; কারা এর সঙ্গে জড়িত সেটি এখনো জানা যায়নি। তবে ওই মামলায় আসামি করা হয়েছে অবৈধ দখলদার আইনজীবী সিরাজুল ইসলামকে।

সর্বশেষ বুধবার (৩১ আগস্ট) নগরীর রিকাবীবাজার পুলিশ লাইন গির্জা সমিতির ভবন লুসাই টাওয়ারে অভিযান চালিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ওই ভবনটি দখল করে রেখেছিলেন ওই আইনজীবী।

জানা গেছে, রিকাবীবাজার লুসাই গির্জার জমির মালিক ক্ষুদ্র নৃতাত্বিক জনগোষ্ঠী লুসাই সম্প্রদায়ের লোকজন। বিগত চারদলীয় জোট সরকারের আমলে প্রতারণার মাধ্যমে গির্জার জমি অবৈধভাবে দখল করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। দীর্ঘ আইনী প্রক্রিয়ায় গির্জার ভূমি ফিরে পান লুসাই সম্প্রদায়ের লোকজন। গত ১৫ জুন বিদ্যুৎ বিক্রয় বিতরণ বিভাগের মোবাইল কোর্ট সিরাজুল ইসলামের নামে বিদ্যুতের লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে। এরপর সহকারী প্রকৌশলী মো. আসিফ জুলকারনাইন বাদি হয়ে গত ৪ আগস্ট একটি মামলা করেন।

মামলায় উল্লেখ করা হয়, ২০১৭ সালের মে থেকে ২০২২ সালের মে পর্যন্ত গ্রাহক নং (৪১৩১৫৪২৫) এই আইডি থেকে বিদ্যুত বিল আসে ২ লাখ ৭৫ হাজার ১১৮ টাকা। বিলের ওই টাকা দেওয়ার জন্য তাকে বার বার নোটিশ দেওয়া হয় সিরাজুল ইসলামকে। তিনি বিদ্যুতের বিল না দিয়ে নতুন করে আরেকটি মিটারের মাধ্যমে সংযোগ দিয়ে বিদ্যুৎ ব্যবহার করতে থাকেন।

এ অবস্থায় বিল না দিয়ে অবৈধভাবে অন্য একটি মিটারের মাধ্যমে (নং-৫৩৫১৬৬) ব্যবহার করা হয় ১১ হাজার ৩০৩ ইউনিট বিদ্যুৎ। এতে বিদ্যুৎ বিভাগের ক্ষতি হয় ৩ লাখ ১৪ হাজার ২৬৩ টাকা। গত ৫ বছর ধরে এই মিটারে অবৈধ বিদ্যুৎ সংযোগের মাধ্যমে একটি নির্মাণাধীন ভবন, তিনটি টিনশেড রুমে বিদ্যুত ব্যবহার করা হয়। পাশাপাশি একটি পানির পাম্প, একটি ফ্রিজ ব্যবহার করা হয় ওই মিটারের মাধ্যমে। গত ২৬ জুন বিশেষ অভিযান পরিচালনা করে ভবনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এ ঘটনায় ৫ লাখ ৮৯ হাজার টাকা বকেয়া এবং ক্ষতিপূরণ আদায়ে মামলা হয়। এই মামলা চলমান অবস্থায় নতুন করে নির্মাণাধীন গির্জার ভবনে বিদ্যুৎ সংযোগ দিয়ে চলছিল কয়েকটি পরিবারের লোকজন। বুধবার দুপুরে সেই সংযোগও বিচ্ছিন্ন করে বিদ্যুৎ বিভাগ। দুটি মিটারে অবৈধ পার্শ্ব সংযোগে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছিল বলে জানা গেছে।

এ ব্যপারে বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর সহকারী প্রকৌশলী আসিফ জুলকারনাইন বলেন, ‘আমরা আবারো অভিযান চালিয়ে ওই ভবন থেকে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছি। ভবনে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করায় সেগুলোর সংযোগ বিচ্ছিন্ন করা হয়।’

এ ঘটনায়ও মামলা প্রক্রিয়াধীন বলে জানান পিডিবির এই কর্মকর্তা।