যে কারণে জাতীয় দলে হবিগঞ্জের জাকের আলী

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ আজ। তার আগে গতকাল বুধবার (২২ মার্চ) তিন ম্যাচের টি-টোয়েন্টির জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে রয়েছে বেশ কিছু চমক।

টাইগার স্কোয়াড থেকে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান ও আফিফ হোসেন ধ্রুব। আর প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন হবিগঞ্জের ছেলে জাকের আলী অনিক ও রিশাদ হোসেন। নতুন দুই ক্রিকেটারকে দলে দেওয়ার কারণ জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করা দলে পরিবর্তন আনা নিয়ে উঠেছে প্রশ্ন। তবে এবার বাংলাদেশ স্কোয়াডে প্রতিবর্তন আনার কারণ ব্যাখ্যা করেছেন নান্নু।

বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘জাকের আলিকে আমরা ঘরোয়া ক্রিকেটে এবং ‘এ’ দলের হয়ে ভালো করায় দলে নিয়েছি। শরিফুল ইসলাম ইনজুরির কারণে দলের বাইরে ছিল। আবার সে সিস্টেমের মধ্যে এসেছে, সেজন্য তাকে আমরা দলে ফিরিয়েছি।’

রিশাদকে দলে নেওয়ার ব্যাপারে প্রধান নির্বাচক বলেন, ‘লেগ স্পিনার রিশাদ হোসেনকে আমরা একটু দেখতে চাচ্ছি। যেহেতু আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা, আমাদের দেখার সুযোগ আছে। টিম ম্যানেজমেন্টও একজন লেগ স্পিনার চাচ্ছিলো। রিশাদ আমাদের এইচপি দলের সঙ্গে অনেকদিন কাজ করছে। যারা নতুন আসছে, আশা করছি এটা তাদের জন্য নতুন প্ল্যাটফর্ম হবে।’

ইংল্যান্ড সিরিজ থেকে বাদ পড়েছেন যেসব ক্রিকেটার তাদের ব্যাপারে নান্নু বলেন, ‘ইংল্যান্ডের সঙ্গে আমরা খুবই সফল একটা সিরিজ খেলেছি। আমাদের ক্রিকেটের জন্য মাইলফলক। এখন আয়ারল্যান্ডের বিপক্ষে কিছু প্লেয়ারকে দেখার সুযোগ তৈরি হয়েছে। যে কারণে আমরা কিছু ক্রিকেটার পরিবর্তন করেছি। যারাই এই সিরিজে নেই, তারা চোখের আড়াল হবে না। তাদের জন্য সুযোগ আসবে। আমরা বিশ্বকাপের কথা ভেবে যে প্রস্তুতিটা নিচ্ছি, সেটার জন্য কিছু সংখ্যক ক্রিকেটারকে দেখতে হতো।’