টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে ৩ ম্যাচের সিরিজ খেলেছে বাংলাদেশ। কন্ডিশন বুঝতে না পারায় প্রথম দুই ম্যাচ হেরে সিরিজও খুইয়েছে শান্তর দল। দুঃস্বপ্নের সিরিজ শেষে বাংলাদেশ দল এখন ডালাসে।
প্রথমদিন ঐচ্ছিক অনুশীলন থাকলে টাইগারদের দেখা গেছে খুব সিরিয়াস।
ডালাসের প্রেইরি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ। তার আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মঙ্গলবার প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে সাকিব-শান্তরা। তাই ডালাসের মাঠে অনুশীলন সেরে নিল বাংলাদেশ। ব্যাট হাতে ঝালাই করে নিলেন সৌম্য-লিটনরা।
সিরিজের শেষ ম্যাচ জিতে তানজিদ হাসান তামিম জানিয়েছিলেন, ডালাসের দুইটা প্র্যাকটিস সেশন পুরোপুরি কাজে লাগাতে চায় বাংলাদেশ।