ম্যাথিউসের ‘টাইমড আউট’, সাবেক ক্রিকেটারদের সমালোচনা

আন্তর্জাতিক ক্রিকেটে আইনসিদ্ধ হলেও এবারই প্রথম ঘটলো ‘টাইমড আউট’ এর ঘটনা। এর আগে কখনো কোনো ব্যাটসম্যানকে টাইমড আউট হয়ে মাঠ ছাড়তে হয়নি। অদ্ভুত এই নিয়মের সুযোগে শ্রীলঙ্কার ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথিউসকে সাজঘরে ফিরিয়েছে বাংলাদেশ দল।

সোমবার (৬ নভেম্বর) দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কার রান যখন ৪ উইকেটে ১৩৫। তখন নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে এলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। কিন্তু উইকেটে গিয়ে তিনি দেখলেন, তাঁর হেলমেটের স্ট্র্যাপে কোনো একটা সমস্যা। তিনি ড্রেসিংরুমে ইশারা করলেন নতুন হেলমেটের জন্য। অতিরিক্ত খেলোয়াড়ের মাধ্যমে নতুন হেলমেট আনতে কিছুটা দেরি হয়ে গেল। এই সময় অ্যাঞ্জেলো ম্যাথুসের বিপক্ষে ‘টাইমড আউটে’র আপিল করে বাংলাদেশ।

ক্রিকেটের আইনপ্রণেতা এমসিসির ওয়েবসাইটে ‘টাইমড আউট’ অংশে ৪০.১.১ ধারায় বলা হয়েছে, ‘উইকেট পতনের পর কিংবা ব্যাটসম্যান রিটায়ার্ড হওয়ার পর নতুন ব্যাটসম্যান ৩ মিনিটের মধ্যে পরবর্তী বলের মুখোমুখি হতে প্রস্তুত হবেন। এই শর্ত পূরণ করতে না পারলে নতুন ব্যাটসম্যান আউট হবেন। টাইমড আউট।’

তবে সোমবারের এই আউটের সিদ্ধান্ত দেওয়ার পর থেকেই তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠেছে এটি ক্রিকেটের চেতনা পরিপন্থী কি না। সাবেক ক্রিকেটাররা মেতেছেন এনিয়ে আলোচনা-সমালোচনায়।

ম্যাচ চলাকালীন ধারাভাষ্যকক্ষে থাকা সাবেক পাকিস্তান অধিনায়ক ওয়াকার ইউনিস এই আউটকে ক্রিকেটের চেতনার পরিপন্থী বলে মন্তব্য করেছেন। এমন আউট মানতে পারছেন না দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা পেসার ডেইল স্টেইনও।

নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ধারাভাষ্যকক্ষে থাকা ওয়াকার বলেছেন, ‘এটা ক্রিকেটের জন্য ভালো কিছু নয়। এটা ক্রিকেটের চেতনার পরিপন্থী।’

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) নিজের অবস্থান জানিয়েছেন সাবেক দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার স্টেইন, ‘এটা ভালো কিছু হলো না।’

অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার মার্ক ওয়াহ ‘এক্স’–এ লিখেছেন, ‘ক্রিকেটের আইন ও চেতনা ভুলে যান। একজন ন্যায্য মনের ক্রিকেটার কীভাবে এই আউটের জন্য আপিল করার কথা ভাবতে পারেন, আউটটি তো পরের ব্যাপার।’

আউট নিয়ে মাঠেই আম্পায়ারের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেছেন ম্যাথিউস। একপর্যায়ে বিষয়টা নিয়ে সাকিবের কাছে গেছেন তিনি। কিন্তু সাকিব তাঁকে আম্পায়ারদের সঙ্গে কথা বলতে বলেন। কিন্তু আম্পায়াররা সিদ্ধান্ত বদলাননি। এরপর হতাশা নিয়েই মাঠ ছেড়ে যান ম্যাথিউস। বাউন্ডারি লাইনের বাইরে গিয়ে ছুড়ে ফেলেন হেলমেটও।