মৌলভীবাজারের লাঠিটিলায় সংরক্ষিত বনে আওয়ামী লীগ সরকার অনুমোদিত সাফারি পার্ক প্রকল্পটি ‘জীববৈচিত্র্যের ক্ষতি’ বিবেচনায় বাতিল করেছে অন্তর্বর্তী সরকার।
সোমবার (২৩ ডিসেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি বাতিলের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
পরিকল্পনা কমিশনে সভা শেষে নিজের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্পটি বাতিলের জন্য একনেক সভায় উপস্থাপন করা হয়েছিল এবং প্রকল্পটি বাতিল করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। মূলত জীববৈচিত্র্যের ক্ষতির কথা চিন্তা করে প্রকল্পটি বাতিল করা হয়েছে।’
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপার্সন মুহাম্মদ ইউনূস।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, মৌলভীবাজার (প্রথম পর্যায়) প্রকল্পটি একনেক সভায় ২০২৩ সালের ৯ নভেম্বর শর্তসাপেক্ষে অনুমোদিত হয়েছিল। সংরক্ষিত বনে সাফারি পার্ক নির্মাণ প্রকল্পের অনুমোদনের পর থেকে পরিবেশ ও অধিকারকর্মীরা প্রতিবাদ জানাচ্ছিলেন।
‘সাফারি পার্ক হলে বনাঞ্চলে নেতিবাচক প্রভাব ফেলবে’ দাবি করে পরিবেশ মন্ত্রণালয় বলেছিল, তাদের গঠিত কমিটি প্রকল্পটি বাতিলের সুপারিশ করে পরিকল্পনা কমিশনে চিঠি পাঠিয়েছে। এবার আনুষ্ঠানিকভাবে এটি বাতিল হল।
মৌলভীবাজার জেলা শহর থেকে ৬০ কিলোমিটার উত্তর-পূর্বে, মাধবকুণ্ড জলপ্রপাত থেকে ২০ কিলোমিটার দক্ষিণে এবং লাউয়াছড়া জাতীয় উদ্যানের ৫০ কিলোমিটার উত্তরে এই বনাঞ্চলে ২০৯ প্রজাতির প্রাণী এবং ৬০৩ ধরনের উদ্ভিদ প্রজাতি রয়েছে।
এই প্রকল্পের জন্য নির্ধারিত জায়গাটি হাতিসহ বিভিন্ন প্রজাতির পশু-পাখির জন্য সংরক্ষিত- বলেছেন উপদেষ্টা। এছাড়াও বাংলাদেশের বাস্তবতায় পরিবেশের ক্ষতি ছাড়া প্রকল্প নেওয়ার তেমন সুযোগ না থাকায় যেকোনো প্রকল্প প্রণয়নের ক্ষেত্রেই পরিবেশ বিশেষজ্ঞদের রাখার কথা হয় একনেক সভায়।