মিলাদ গাজীর মেয়ের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজের (মিলাদ গাজী) মেয়ে গাজী ফায়হা রওশনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার (১১ ডিসেম্বর) এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

গাজী ফায়হা রওশন রবিবার (১০ ‍ডিসেম্বর) দিবাগত রাত ১ টা ২০ মিনিটের সময় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৫ বছর।

গাজী ফায়হা ২০০৮ সালে দশম শ্রেণীতে পড়াকালীন সময়েই কিডনী রোগে আক্রান্ত হন। এ অবস্থায় মেধাবী ছাত্রী গাজী ফায়হা লেখাপড়া চালিয়ে যান এবং কৃতিত্বের সঙ্গে বিবিএ পাশ করেন। করোনাকালীন সময়ে ভারতে তার কিডনি প্রতিস্থাপন করা হয়। এরপর নিউমোনিয়া রোগে আক্রান্ত হলে গত ২০ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন লাইফ সাপোর্টে থাকার পর তিনি মৃত্যুবরণ করেন।