মিরপুর স্টেডিয়ামে ফ্লাড লাইটে আগুন

আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশ দলের অনুশীলনের সময়ই ঘটলো এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। হঠাৎ আগুন ধরতে দেখা গেল শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ফ্লাড লাইটের কয়েকটি বাতিতে।

সোমবার (১৪ আগস্ট) বিকেলে মেঘলা আবহাওয়ার কারণে অনুশীলনটা হচ্ছিল ফ্লাডলাইটের আলোয়। এমন সময় পূর্ব গ্যালারির ফ্লাইড লাইটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পূর্ব গ্যালারির কাছের ফ্লাডলাইটে হঠাৎ আগুন জ্বলে উঠার দৃশ্যটি দেখে চমকে ওঠেন ক্রিকেটাররা। এসময় অনুশীলন বাদ দিয়ে ড্রেসিংরুমের দিকে চলে আসেন খেলোয়াড়রা। দেড়-দুই মিনিটের মধ্যে সে আগুন এমনিতেই নিভে যায়। কিছুক্ষণ পর ক্রিকেটাররা আবার অনুশীলন শুরু করেন।

এ ব্যাপারে বিসিবির গ্রাউন্ডস ম্যানেজার আবদুল বাতেন জানান, ফ্লাড লাইটের নিচের দিকে আগুন ধরেছিল। এখানে বিষয়টা হলো, টানা বৃষ্টির কারণে শর্ট সার্কিট হয়ে গিয়েছিল। যে কারণে কিছু বাতিতে আগুন ধরে যায়। আমরা টের পেয়ে সার্কিট বন্ধ করে দেয়ার পর আগুন নিভে যায়।

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত সার্কিটগুলো মেরামত করতে হবে। কিছু সার্কিট হয়তো বদলে দিতে হবে। ফ্লাড লাইটে আর তেমন বড় কোনো সমস্যা হয়নি। আশা করছি, সার্কিট বদলে দিলেই সমাধান হয়ে যাবে। সব কিছু এখন নিয়ন্ত্রণে আছে।

উল্লেখ্য, এশিয়া কাপের জন্য গত শনিবার ১৭ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়। বাংলাদেশ দলের এশিয়া কাপ প্রস্তুতি চলবে ২৫ আগস্ট পর্যন্ত। ৩১ অগাস্ট শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।