মারা গেলেন রবীন্দ্রসংগীত শিল্পী সুমিত্রা সেন

ভারতের রবীন্দ্রসংগীত শিল্পী সুমিত্রা সেন (৯০) মারা গেছেন। মঙ্গলবার (৩ জানুয়ারি) ভোর ৪টার দিকে কলকাতায় নিজের বাড়িতে এই শিল্পীর মৃত্যু হয় বলে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়।

সুমিত্রা সেনের মেয়ে শ্রাবণী সেন মঙ্গলবার ভোরে ফেসবুকে মায়ের মৃত্যুর খবর জানিয়ে লেখেন, ‘আজ ভোরে মা চলে গেলেন।’

ব্রঙ্কোনিউমোনিয়ায় আক্রান্ত বর্ষীয়ান এই শিল্পীকে সোমবার রাতেই হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছিল। বাড়িতে রেখেই তার চিকিৎসা চলবে বলে সিদ্ধান্ত নিয়েছিলেন পরিবারের সদস্যরা।

শ্রাবণী সেন এর আগে জানিয়েছিলেন, গতমাসে ঠাণ্ডা লেগে সর্দি-জ্বরে অসুস্থ হয়ে পড়েছিলেন তার মা। পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় ২১ ডিসেম্বর দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানিয়েছিলেন, নিউমোনিয়া থেকেই তার শরীরে আনুষঙ্গিক জটিলতা সৃষ্টি হয়েছে। এছাড়া বার্ধক্যের নানা জটিলতায় ভুগছিলেন সুমিত্রা।

সুমিত্রা সেনের দুই মেয়ে ইন্দ্রাণী সেন ও শ্রাবণী সেনও রবীন্দ্রসংগীত শিল্পী হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন।