“বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে সাধারণ নাগরিকদের জানমাল রক্ষায় পুলিশ সর্বদা পাশে থাকবে। জনগণ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং পণ্যবাহী গাড়ি বিভিন্ন স্থানে যাতে পৌঁছাতে পারে সেজন্য সড়কে আমাদের পুলিশি টহল ও নজরদারী রয়েছে।”
রবিবার (৫ নভেম্বর) মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আইনশৃংখলা পরিস্থিতি তদারকিকালে ভানুগাছ রেলওয়ে স্টেশনে পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) সাংবাদিকদের এসব কথা বলেন।
রবিবার দুপুরে পুলিশ সুপারের নেতৃত্বে মৌলভীবাজার জেলা পুলিশের একটি দল কমলগঞ্জ থানা এলাকা পরিদর্শন করেন। এসময় পুলিশ সুপার কমলগঞ্জের গুরুত্বপুর্ণ সড়কসহ ভানুগাছ রেলওয়ে স্টেশন এলাকা পরিদর্শন করেন। তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) সুর্দশন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. সারোয়ার আলম,অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) মো.আনিসুর রহমান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামীম আকনজীসহ থানা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।