মাধবপুরে সময়ের আগেই ছুটি হয়ে যায় বিদ্যালয়!

হবিগঞ্জের মাধবপুরে নির্দিষ্ট সময়ের আগেই ছুটি হয়ে যায় অনেক প্রাথমিক বিদ্যালয়। সকাল ৯ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা রাখার নিয়ম থাকলেও তা মানছে না অনেক শিক্ষা প্রতিষ্ঠান।

এছাড়া বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিদ্যালয় চালু থাকার নিয়ম থাকলেও স্কুলগুলো ছুটি তারও আগে।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে সরজমিন গিয়ে বেশিরভাগই তালাবদ্ধ পাওয়া যায়। ৩ টা ৪৭ মিনিটে সরজমিন ধর্মঘর ইউনিয়নের আলীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় বিদ্যালয়ে তালা ঝুলছে। স্থানীয় কয়েকজন জানান, সাড়ে ৩ টায় বিদ্যালয় ছুটি হয়েছে।

বিকাল ৪ টা ১৩ মিনিটে আহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় বিদ্যালয়টির প্রতিটি রুম তালাবদ্ধ। পার্শ্ববর্তী কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের লোকজন জানান, ৪ টা বাজার আগেই বিদ্যালয় টি ছুটি হয়ে যায়। বিকাল ৪ টা ১৯ মিনিটে আহাম্মদপুর আফসার উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় এটিও ছুটি হয়ে গেছে। বাইরে কয়েকজন শিশু খেলাধুলা করছে। শিশুরা জানিয়েছে ৪ টা বাজার আগেই বিদ্যালয়টি ছুটি হয়েছে। বিকাল ৪ টা ২৮ মিনিটে সোয়াবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় বিদ্যালয়ের প্রতিটি কক্ষে তালা ঝুলছে। স্থানীয়রা জানান, ৪ টা বাজার আগেই বিদ্যালয় টি ছুটি দিয়ে শিক্ষকরা চলে গেছেন। স্থানীয় কয়েকজন যুবক জানান, বিদ্যালয়টি সব সময় ৪ টা বাজার সাথে সাথে ছুটি হয়ে যায়। কয়টা বাজে ছুটির নিয়ম তারা জানে না।

এ ব্যঅপারে জানতে চাইলে সোয়াবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন জানান, তিনি উপজেলায় একটি মিটিংয়ে ছিলেন তাই কখন বিদ্যালয় ছুটি হয়েছে তিনি জানেন না। তার আগেও একবার সময়ের আগে বিদ্যালয় ছুটি দেওয়া হয়েছিল কেন জানতে চাইলে তিনি জানান ,ওইদিন আবহাওয়া খারাপ থাকায় ওইদিন ছুটি দেওয়া হয়েছিল।

আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জানান, তিনি উপজেলায় মিটিংয়ে ছিলেন। তবে বিদ্যালয় সাড়ে ৩ টায় ছুটি হয়েছে। এক শিফটের স্কুল সাড়ে ৩ টায় ছুটি হয়।

মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম জাকিরুল হাসান জানান, নির্দিষ্ট সময়ের আগে বিদ্যালয় ছুটি হয়ে থাকলে অবশ্যয় অনিয়ম হয়েছে। তিনি আজ উপজেলার সকল প্রধান শিক্ষকদের নিয়ে মিটিংয়ে ছিলেন তাই ব্যস্ত ছিলেন। তবে যে সকল স্কুল নির্দিষ্ট সময়ের আগে ছুটি দিয়েছে সেগুলো সম্পর্কে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।