মাধবপুরে সড়ক দুর্ঘটনায় তিন পুলিশসহ আহত ৭

হবিগঞ্জের মাধবপুরে পুলিশের পিকআপ ও একটিপ্রাইভেট কারের সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ ৭ জন আহত হয়েছেন।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট-ঢাকা মহাসড়কের ডাক্তার বাড়ী নামক স্হানে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মৌলভীবাজার জেলার বড়লেখা থেকে একটি প্রাইভেট কারে একই পরিবারের চারজন ঢাকা শাহজালাল বিমানবন্দরে যাচ্ছিলেন। সন্ধায় ৬ টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের ডাক্তার বাড়ী এলাকায় এসে বিপরীত দিক থেকে আসা শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের একটি টহল পিক আপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুটি গাড়িই ধুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় প্রাইভেট কারে থাকা রোমানিয়া গামী যাত্রী মৌলভীবাজার জেলার বড়লেখার উপজেলার ধর্মদীহি গ্রামের রবিন্দ্র দাসের ছেলে রাজিব দাস (২৫), তার ভাই রাজন দাস, চাচা দীলিপ দাস ও বোন জামাই অর্জুন দাস মারাত্মক আহত হন। এদিকে ঘটনায় আহত হন শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের এস আই মনিরুল ইসলাম, কনষ্টেবল নূরু নবী ও মিজানুর রহমান আহত হন।

আহতদের মধ‍্যে পাঁচ জনের অবস্হা গুরুত্বর, তাদের সিলেট ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দুর্ঘটনায় আহত রাজিব দাস জানান, শুক্রবার রাত তিন টার একটি ফ্লাইটে ঢাকা থেকে রোমানিয়া যাওয়ার কথা ছিল তাঁর। স্বজনরা তাকে বিমানবন্দরে নিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এতে তিনিসহ পরিবারের ৪ জন সদস‍্যই গুরুত্বর আহত হয়েছেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম ভুইয়া সত‍্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় তিন পুলিশ সদস্যও আহত হয়েছেন। এদের মধ্যে এস আই মনিরুল কনষ্টেবল ও নূর নবী গুরুত্বর আহত হয়েছেন।