হবিগঞ্জের মাধবপুর উপজেলার উত্তর বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোর্শেদা বেগমের বেতের আঘাতে শিশু মেহেদী হাসানের চোখের ক্ষতি হওয়ার ঘটনায় ওই শিক্ষিকার বহিস্কার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
রোববার (২০ আগস্ট) দুপুরে বানিয়াপাড়া গ্রামের শতাধিক নারী পুরুষ বিদ্যালয়ের মাঠে জড়ো হয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন তারা।
জানা যায়, গত বুধবার (১৬ আগষ্ট) বানিয়াপাড়া গ্রামের মোতালিব মিয়ার ছেলে শিশু মেহেদী হাসান বিদ্যালয়ে দুষ্টুমি করায় বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোর্শেদা বেগম বেত ছুড়ে মারলে সেটি মেহেদী হাসানের চোখে গিয়ে লাগে। এতে তার চোখের ক্ষতি হয়। গুরুতর অবস্থায় শিশু মেহেদী হাসানকে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
এঘটনার পর এলাকাবাসী ওই শিক্ষিকার শাস্তির দাবিতে মানববন্ধন করে।