মাধবপুরে মাদ্রাসা সুপারের দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার দরগাহবাড়ী পৌর দাখিল মাদ্রাসার সুপার মো. সিদ্দিকুর রহমানের অনিয়ম, দুর্নীতি বন্ধ, স্বজনপ্রীতির মাধ্যমে শিক্ষক নিয়োগ বন্ধ ও মাদ্রাসার পরিচালনা কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছে মাদ্রাসার সাবেক শিক্ষার্থী ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন, কাউন্সিলর আবজাল পাঠান, মুহাম্মদ ছোট্ট মিয়া পাঠান, বিল্লাল পাঠান, শাহ মো. বাছির, জুয়েল মিয়া, সুজন পাঠান, ক্বারী মাওলানা ইমরান আলী পাঠান, আমীন পাঠান, মনির খানসহ অনেকেই।

এ সময় বক্তারা বলেন, মাদ্রাসার অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে শিক্ষক নিয়োগ বন্ধ ও বর্তমান কমিটি বাতিলের দাবিতে জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোন তদন্ত হয়নি। এ অবস্থায় এই মানববন্ধন করা হয়েছে।

মাদ্রাসার অনিয়ম, দুর্নীতি সঠিকভাবে তদন্ত না করা হলে বৃহত্তর আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।