মাধবপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা, এলাকাবাসীর প্রতিবাদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নে মাদকের বিস্তার রোধ ও ইউপি সদস্য বিল্লাল মিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা ষড়যন্ত্রমূলক উল্লেখ করে মামলাটি প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী।

শনিবার (৭ জানুয়ারি) বিকেলে ধর্মঘর ইউনিয়নের শিয়ালউড়ি গ্রামে মহিলা মেম্বার রোকেয়া বেগমের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহামেদ পারুল।

ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সদস্য জিতু মিয়া, লিজা আক্তার, ইয়াজ উদ্দিন, নাছির উদ্দিন খোকন, গ্রামের সর্দ্দার বজলুর রহমান, ওয়াহিদ মিয়া, আবু তাহের, অলিউল্লাহ, সোহেল মিয়াসহ অনেকেই।

সভায় বক্তারা বলেন, ইউপি সদস্য বিল্লাল মিয়ার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় শিয়ালউড়ি গ্রামের মাদক ব্যবসায়ী মজিদ মিয়ার স্ত্রী মোছা. আয়েশা বেগম বাদি হয়ে ইউপি সদস্য (মেম্বার) বিল্লাল মিয়ার নামে একটি ষড়যন্ত্রমূলক মামলা করে। অবিলম্বে এই মামলা প্রত্যাহার না করা হলে গ্রামবাসী মিলে বৃহত্তর আন্দোলন শুরু করা হবে।