‘মাইসাস্ট’ অ্যাপে পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যাবতীয় সকল তথ্য সহজে পেতে মাইসাস্ট নামে একটি অ্যাপস চালু করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকালে মাইসাস্ট অ্যাপস চালুর বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনলোজির (আইআইসিটি) পরিচালক অধ্যাপক ড. জহিরুল ইসলাম।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সেবাগুলো শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে এবং তথ্যগুলো সহজলভ্য করতে এই অ্যাপসটি চালু করা হয়েছে। এই অ্যাপসটি বিশ্ববিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় এবং আইসিটি সেলের তত্ত্বাবধানে তৈরি করা হয়েছে।

অ্যাপসের মাধ্যমে ক্যাম্পাস সম্পর্কিত বিভিন্ন বিষয়, দপ্তরসমূহের বিভিন্ন প্রয়োজনীয় তথ্য,  বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার, ইভেন্টস্, নোটিস, প্রোকিউরমেন্ট ও জব সার্কুলার সংক্রান্ত নোটিশ শিক্ষার্থীরা জানতে পারবে।