ভোরের পাতার সম্পাদককে রিমান্ডে চায় পিবিআই

জালিয়াতি ও প্রতারণার মামলায় গ্রেপ্তার দৈনিক ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানকে দুই দিনের রিমান্ডে চায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাকে বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। এসময় তাকে আদালতের হাজতখানায় রাখা হয়।

বুধবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার ইনর্চাজ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে তাকে আদালতে হাজির করা হয়। দুপুরের দিকে রিমান্ড শুনানির জন্য তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উঠানো হবে।
আরও পড়ুন… প্রতারণা মামলায় ভোরের পাতার সম্পাদক গ্রেপ্তার

উল্লেখ্য, জালিয়াতি ও প্রতারণার একটি মামলায় মঙ্গলবার (১ নভেম্বর) রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে এরতেজা হাসানকে গ্রেপ্তার করা হয়। গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় পিবিআই জানিয়েছে, চলতি বছরের ১০ জানুয়ারি রাজধানীর খিলক্ষেত থানায় আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলামের ভাই বাদী হয়ে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের করেন। এ মামলার এজাহারনামীয় অন্যান্য আসামিরা হলেন- আবু ইউসুফ আব্দুল্লাহ, রিয়াজুল আলম ও সেলিম মুন্সি।